গৌরনদী
কোভিট নিয়ন্ত্রন টিকা কার্যক্রম সম্প্রসারতি করতে গৌরনদীতে পরিকল্পনা সভা
নিজস্ব প্রতিবেদক, বৈশ্বিক মহামারী করোনা প্রতিরোধ-নিয়ন্ত্রন ও তৃনমূল ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে টিকা কার্যক্রম সম্প্রসারিত করার লক্ষে শনিবার গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এক পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।
গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইয়্যেদ মোঃ আমরুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত পরিকল্পনা সভায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপিন চন্দ্র বিশ্বাস। বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডাঃ মাজেদ উল হক কাওছার, ডাঃ মোঃ মনিরুজ্জামান মনির, প্রতিটি ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও কমিউনিটি সেন্টারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে টিকা কার্যক্রম সফলভাবে পরিচালিত করতে নানান পদক্ষেপ গ্রহন করা হয়। সরকারি নির্দেশনা অনুযায়ি ৭ আগষ্ট থেকে তৃনমূলে টিকা প্রদান শুরু করা হবে। গনমানুষকে টিকা গ্রহনে উৎসাহ প্রদানে ব্যাপক প্রচারনা চালানোর সিদ্বান্ত গৃহীত হয়।