গৌরনদী
গৌরনদীতে ইয়াবাসহ পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিন কাটকস্থল গ্রামে গৌরনদী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ও ৬টি মাদক মামলার পলাতক আসামি রাসেল সরদারকে (২৮) ১০৪ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করেছে। এ ঘটনায় গৌরনদী মডেল থানায় একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে।
গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন জানান, গৌরনদী উপজেলার দক্ষিন কাটকস্থল গ্রামের নিজাম সরদারের ছেলে রাসেল সরদার (২৮) দীর্ঘ দিন যাবত এলাকায় মাদক ব্যবসা করে অসছিল। রাসেল সরদার পুলিশের তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী ও তার বিরুদ্ধে ৬টি মাদক মামলা রয়েছে। দীর্ঘদিন সে পলাতক থেকে মাদক ব্যবসা পরিচালণা করে অসছিল। গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী মডেল থানর উপ-পরিদর্শক (এসআই) হারুন-অর-রশিদ, এএসআই আমিনুল ইসলাম, এএসআই ইমরান নাজির সঙ্গীয় ফোর্স নিয়ে টরকী বন্দর এলাকায় শনিবার অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এবং তার কাছ থেকে ১০৪ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে। এ ঘটনায় গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন-অর-রশিদ বাদি হয়ে ওই দিন মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছে। গ্রেপ্তারকৃত রাসেল সরদারকে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে। রাসেলকে গ্রেপ্তারে এলাকায় সাধারন মানুষের মনে স্বস্তি নেমে আসে।