বরিশাল
আগৈলঝাড়ায় প্লাস্টিক দূষণ বন্ধে ডাস্টবিন স্থাপন
নিজস্ব প্রতিবেদক, “আমাদের গ্রাম আমারা রাখবো পরিস্কার” এ শ্লোগান নিয়ে বরিশালের আগৈলঝাড়া উপজেলার চেংঙ্গুটিয়া গ্রামে যুব সমাজের উদ্যোগে প্লাস্টিক দূষণ বন্ধে ডাস্টবিন স্থাপন কার্যক্রমের উদ্ধোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে চেংঙ্গুটিয়া বাজার ঈদগাহ্ ময়দানে সেচ্ছাসেবী সংগঠন চেংঙ্গুটিয়া যুব সমাজ এর উদ্যোগে প্লাস্টিক দূষণ বন্ধে গণসচেতনতা বাড়াতে এক পথসভার আয়োজন করা হয়।
সংগঠনের প্রধান সমন্বয়ক তরুন সমাজ সেবক সৈয়দ মাজারুল ইসলাম রুবেলের সঞ্চালনায় এ পথসভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মোঃ মিরাজ তালুকদার, সৈয়দ আজাদ মাসুম, মোঃ সোহেল তালুকদার। এ সময় বক্তরা প্লাস্টিক দূষণ বন্ধে সকলকে সচেতন হবার উপর গুরুত্বআরোপ করেন। এবং প্লাস্টিক বর্জ্য যত্রতত্র না ফেলে ডাস্টবিনে ফেলার অভ্যাস গড়ে তোলার আহবান করেন। শেষ সংগঠনে সেচ্ছাসেবীরা এলাকার ১৫টি গুরুত্বপূর্ণ পয়েন্টে অস্থায়ী ডাস্টবিন স্থাপন করেন।