গৌরনদী
জমাজমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে উজিরপুরে হামলায় মুক্তিযোদ্ধা নিহত, আহত ৪
নিজস্ব প্রতিবেদক, জমাজমি নিযে বিরোধকে কেন্দ্র করে বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের আটিপাড়া গ্রামে বৃহস্পতিবার প্রতিপক্ষের হামলায় ৫জন আহত হয়। আহতদের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথে মুক্তিযোদ্ধা মোঃ দেলোয়ার হোসেন (৭২) মারা যান।
স্থানীয় লোকজন, আহত ও পুলিশ জানান, জমাজমি নিয়ে বরিশালের উজিরপুর উপজেলার বামলাইল ইউনিয়নের আটিপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা মোঃ দেলোয়ার হোসেন তালুকদারের (৭২) সঙ্গে একই গ্রামের নুরুল ইসলাম (৪৫), মোঃ জলিল সেপাই (৫৫)র দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার নুরুল ইসলাম (৪৫), মোঃ জলিল সেপাইর নেতৃত্বে ১০/১২ জন সমর্থক বিরোধপূর্ন জমি দখল নিতে আসে। এ সময় মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন তালুকদার তার পরিবারের সদস্যদের নিয়ে দখলে বাধা দেন। এ সময় প্রতিপক্ষের হামলায় গুরুতরভাবে আহত মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন তালুকদার, পুত্র বিপ্লব তালুকদার (৪০), সোহাগ তালুকদার (৩৭), জুয়েল তালুকদার (৩৫) ও পুত্রবধূ রোজিনা বেগম (২৫) আহত হন। আহতদের বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। পথিমথ্যে মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন তালুকদার মারা যান।
মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন তালুকদারের বড় পুত্র বিপ্লব তালুকদার অভিযোগ করে বলেন, আমার বাবা দেলোয়ার হোসেনের পৈত্রিক রেকর্ডিয় জমি গত ৫০ বছর যাবত আমরা ভোগ করে আসছি। সম্প্রতি সময়ে প্রতিবেশী নুরুল ইসলাম, মোঃ জলিল সেপাই ও সজীব সেপাই ওই জমির মালিকানা দাবি করে জবর দখল করার পায়তারা করে আসছিল। গত কয়েক দিন আমাদের হুমকি দিয়ে ভয়ভীতি দেখায়। বৃহস্পতিবার নুরুল ইসলাম, মোঃ জলিল সেপাই ও সজীবের নেতৃত্বে ২০/২৫ শসস্ত্র সন্ত্রাসী নিয়ে জমি দখল করতে আসে। এ সময় বাবা মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন তালুকদার বাধা দিলে সন্ত্রাসীরা ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে জখম করে। সংবাদ পেয়ে আমি আমর ছোট ভাই সোহাগ তালুকদার, জুয়েল তালুকদার, স্ত্রী রোজিনা বেগম বাবাকে রক্ষায় এগিয়ে গেলে আমাদের হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে ও টেটাবিদ্ধ করে রক্তাক্ত জখম করেছে। অভিযোগ অস্বীকার করে নুরুল ইসলাম বলেন, আমাদের বৈধ সম্পত্তিতে আমরা কাজ করতে গেলে দেলোয়ার হোসেন ছেলেদের নিয়ে হামলা চালিয়ে দুইজনকে জখম করেছে।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলী আর্শেদ মুক্তিযোদ্ধা দেলেয়াার হোসেন তালুকদারের মত্যৃর কথা স্বীকার করে বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি ও ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের জোড় চেষ্টা চলছে।