গৌরনদী
গৌরনদীতে ইউপি চেয়ারম্যান ও সদস্যর শপথ গ্রহণ
নিজস্ব প্রতিবেদক, অবশেষে এ্যাম্বুলেন্সের মধ্যে বসে শপথ গ্রহণ করেছেন বরিশাল জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের তৃতীয়বারের মতো নির্বাচিত ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু।
বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বসে তাকে শপথ বাক্য পাঠ করিয়েছেন জেলা প্রশাসক মোঃ জসীম উদ্দীন হায়দার। সড়ক দূর্ঘটনায় গুরুত্বর আহত হয়ে দীর্ঘদিন ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু।
একইদিন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস তার কার্যালয়ে শপথ বাক্য পাঠ করিয়েছেন ইউপি সদস্য মোঃ ফিরোজ মৃধাকে। নির্বাচনের দিন (২১ জুন) সহিংসতায় নিহতের ঘটনায় থানা পুলিশ উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য ফিরোজ মৃধাকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছিলেন। দীর্ঘদিন কারাভোগের পর মঙ্গলবার বিকেলে তিনি (ফিরোজ মৃধা) জামিনে মুক্তি পেয়ে বুধবার সকালে ইউএনওর কাছে শপথ নেন ।


