গৌরনদী
গৌরনদীতে করোনায় সাংবাদিকের ভাইয়ের মৃত্যু \ বিভিন্ন মহলের শোক
নিজস্ব প্রতিবেদক, দৈনিক ভোরের কাগজের চিফ রিপোর্টার খোন্দকার কাওছার হোসেন ও দৈনিক সমকালের গৌরনদী প্রতিনিধি খোন্দকার মনিরুজ্জামান মনিনের ভাই গৌরনদী টেলিফোন এন্ড টেলিগ্রাফ বোর্ডে কর্মরত খোন্দকার হায়দার আলী (৪৫) করোনায় আক্রান্ত হয়ে মঙ্গলবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তোকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে স্ত্রী দুই পুত্র, চার ভাই, এক বোনসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ওই দিন রাতেই মরহুমের নামাজে যানাযা শেষে গৌরনদী পৌরসভার উত্তর বিজয়পুর মহল্লার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গৌরনদী বিআরডিবি’র সাবেক চেয়ারম্যান ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী প্রেসক্লাব ও উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, সাবেক সভাপতি আসাদুজ্জামান রিপন, মোঃ জামাল উদ্দিন, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি খোকন আহম্মেদ হীরা, সহসভাপতি বদরুজ্জামান খান সবুজ, সাধারন সম্পাদক মণীষ চন্দ্র বিশ^াস, সহ সম্পাদক মোহাম্মদ আলী বাবু, কোষাধ্যক্ষ জামিল মাহমুদ, প্রচার সম্পাদক এইচএম মহসীন, সহ প্রচার সম্পাদক হাসান মাহমুদসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।