গৌরনদী
গৌরনদীতে চাল ও নগদ অর্থ বিতরণ
নিজস্ব প্রতিবেদক, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের ২০১৫টি পরিবারের মাঝে ১০ কেজি হারে ভিজিএফের চাল ও ছয়শ’ পরিবারের মাঝে নগদ এক হাজার টাকা করে বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে চাল ও নগদ অর্থ বিতরণ করেন সরিকল ইউপি চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন মোল্লা। এসময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার জাহাঙ্গীর আলম। একইদিন মাহিলাড়া ইউনিয়নের ১১৫২টি পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়। চাল বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য হাসান আল মামুন, মিজানুর রহমান, নুর আলম সরদার, আসরাফ সেরনিয়াবাতসহ অন্যান্যরা।
অপর দিকে বার্থী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের অসহায়, কর্মহীন শতাধিক পরিবারের মাঝে ইউপি সদস্য নান্টু সরদারের নিজস্ব অর্থায়নে চাল বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য কালাম খান, মোঃ নুরু হাওলাদার, যুবলীগ নেতা মোঃ ফারুক বেপারী, মোঃ আলাউদ্দিন সরদার, মোঃ জিয়া ফকির, সিরাজ সরদার, হাবুল গাজীসহ অনন্যরা।