প্রধান সংবাদ
রোজিনা ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে কালকিনিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, প্রথম আলোর জেষ্ঠ্য সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে হেনস্তা করে মিথ্যা মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবিতে আজ শনিবার সকাল সাড়ে ১১টায় ভূরঘাটা- কালকিনি সড়কের কালকিনি উপজেলা প্রেসক্লাবের চত্বরে মানববন্ধর ও প্রতিবাদ সমাবেশ করেছে মাদারীপুরের কালকিনিতে কর্মরত জাতীয়, স্থানীয় পত্রিকা ও বেসরকারি টেলিভিশন চ্যানেলে কর্মরত সাংবাদিকরা। সকাল সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ঘন্টা ব্যাপি মানববন্ধনে সাংবাদিক ছাড়াও স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধন প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন কালকিনি উপজেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান। বক্তব্য রাখেন বরিশালের সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম, মোঃ গিয়াস উদ্দিন মিয়া, কালকিনি উপজেলা প্রেসক্লাবের সম্পাদক ইকবাল হোসেন, কালকিনি উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি বি.এম, হানিফ, সহ-সভাপতি খন্দকার শামীম হোসাইন, প্রচার সম্পাদক শেখ লিয়াকত আহম্মেদ, কার্যকরী সদস্য আবু তাহের খান, কহিনুর সুলতানা, শাহ জালাল সরদার, রকিবুজ্জামান সাংবাদিক ওমর আলী সানি, খায়রুল ইসলামসহ স্থানীয় সাংবাদিক বৃন্দ। বক্তারা বলেন, অনতিাবলম্বে রোজিনা ইসলামের মিথ্যাা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি জানান এবং দূর্নীতিবাজ অতিরিক্ত সচিব জেবুন্নেছাকে গ্রেপ্তারের দাবি জানান। বক্তারা রোজিনা ইসলামের মুক্তি না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলনের ঘোষনা দেন।