গৌরনদী
বরিশালে নিউজ নেটওর্য়াকের আয়োজনে সংবাদকর্মী ও উন্নয়নকর্মীদের মধ্যে সর্ম্পক উন্নয়ন বিষয়ক কর্মশালা
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ অনলাইন ভির্ত্তিক পোর্টাল নিউজ নেটওর্য়াকের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০ টায় নগরীর বিডিএস ক্লাবে বরিশালে সংবাদকর্মী ও উন্নয়নকর্মীদের মধ্যে সর্ম্পক উন্নয়ন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন নিউজ নেটওর্য়াক এর সম্পাদক শহিদুজ্জামান। ফ্যসিলেটর ছিলেন নিউজ নেটওয়ার্কের তর্মসূচী কর্মকর্তা। মোঃ রেজাউল করিম। কর্মশালার সমন্বয়কারী দৈনিক প্রথম আলো পত্রিকার বরিশালের অফিস ইনচার্জ সাইফুর রহমান মিরনের উপস্থাপনায় এতে বরিশালের বিভিন্ন উপজেলায় ও শহরে কর্মরত সংবাদ কর্মি ও এনজিও কর্মিরা অংশ নেন।
প্রধান অতিথী বলেন,গনতান্ত্রিক ও মানবাধিকার রক্ষায় সংবাদকর্মী ও উন্নয়নকর্মীদের সমন্বীত হয়ে কাজ করতে হবে। বরিশালে উন্নয়নকর্মী ও সংবাদকর্মীদের নিয়ে এটাই প্রথম কর্মশালা। এক্ষেত্রে উন্নয়নকর্মী ও সংবাদকর্মীদের মধ্যে সমন্বয় থাকলে কর্মক্ষেত্রে উভয়েরই সফলতা আসবে।
এরইধারাবাহিকতায় উভয় গ্রুপের মধ্যে সর্ম্পক উন্নয়নে গ্রুপ ভির্ত্তিক কার্যক্রমে ৫ টি দলে বিভিক্ত হয়ে মতামত তুলে ধরা হয়।