গৌরনদী
আগৈলঝাড়ায় স্কুল ছাত্রী অপহরণ মামলার দুই আসামী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের দক্ষিন চাঁত্রীশিরা গ্রামের দিন মজুরের কন্যা ও বাগধা দাসপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রীকে (১৩) অপহরনের মামলা এজাহার নামীয় দুই আসামিকে রোববার গ্রেপ্তার করেছে আগৈলঝাড়া থানা পুলিশ।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ গোলাম ছরোয়ার জানান, উপজেলার বাগধা ইউনিয়নের দক্ষিন চাঁত্রীশিরা গ্রামের দিন মজুর সফিকুল ইসলাম সরদারের কন্যা ও বাগধা দাসপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী রুবিনা ইসলাম নুরানীকে (১৩) গত ২৪ ফেব্রæয়ারী দুপুরে দক্ষিন চাঁদত্রিশিরা বড়ইতলা বাজারের সন্নিকটে থেকে পাশ্ববর্তি উজিরপুর উপজেলার মশাং গ্রামের বখাটে শাহিন বেপারীর নেতৃত্বে ৪/৫ জন সন্ত্রাসী অপহরন করে নিয়ে যায়। এ ঘটনায় গত শনিবার অপহৃত স্কুল ছাত্রীর মা লিজা বেগম বাদী হয়ে তিন জনের নাম উল্লেখসহ ৬ জনকে আসামি করে আগৈলঝাড়া থানায় একটি অপহরন মামলা দায়ের করে।
আগৈলঝাড়া থানা পুলিশ রোববার উজিরপুর উপজেলার মশাং গ্রামে অভিযান চালিয়ে অপহরন মামলার এজাহার ভ’ ূক্ত আসামি উজিরপুর উপজেলার মশাং গ্রামের নূর হোসেন বেপারীর ছেলে শাহাদাত হোসেন (২৫) ও আসমা বেগমকে (৫০) গ্রেপ্তার করে ওই দিন বরিশাল চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেড আদালতে সোপর্দ করলে বিচারক দুই আসামিকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরনের নির্দেশ দেন।