গৌরনদী
উজিরপুর পৌর সভা নির্বাচন আওয়ামীলীগ প্রার্থী নির্বাচিত
নিজস্ব প্রতিবেদক, বরিশালের উজিরপুর পৌর সভা নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বর্তমান মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট ৫ হাজার ৭শত ৫ ভোট।
উজিরপুর উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ আলীমুদ্দিন জানান, বিজয়ী গিয়াস উদ্দিন বেপারীর নিকটতম প্রতিদ্বন্ধী ধানের শীষের মেয়র প্রার্থী উজিরপুর পৌর বিএনপির সভাপতি মোঃ সহিদুল ইসলাম পেয়েছেন ৭শত ৬৫ ভোট। ইসলামি আন্দোলনের প্রার্থী মোঃ কাজী সহিদুল ইসলাম পেয়েছেন ৬শত ১০ ভোট। উজিরপুর পৌর সভার মোট ভোটার ছিলে ১১ হাজার ৯শত ২৪ ভোট। কাষ্টিং ভোট ৭ হাজার ১শত ৩২ ভোট। শতকরা ৫৯ ভাগ কাষ্ট হয়।