বরিশাল
উজিরপুরে জাতীয় সমবায় দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক, বরিশালের উজিরপুরে ব্যাপক আয়োজনে ৪৯তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল ১০টায় উপজেলা চত্তরে জাতীয় পতাকা ও সমবায়ী পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা সভাকক্ষে আলোচনা সভায় নির্বাহী কর্মকর্তা প্রণতি বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস,এম জামাল হোসেন, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, শিকারপুর ইউপি চেয়ারম্যান ছরোয়ার হোসেন, প্রেসক্লাব সভাপতি আঃ রহিম সরদার, বিআরডিবির সাবেক চেয়ারম্যান আঃ হাকিম সেরনিয়াবাদ । বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সভাপতি অসীম ঘরামী, সমবায়ী আহমেদুল কবির বিপ্লব মোল্লা, যুবলীগ নেতা আল-আমিন উপজেলা সমবায় কর্মকর্তা আঃ মজিদ, সহকারী পরিদর্শন মোঃ ফরহাদ হোসেন, সমবায়ী মোঃ হেমায়েত উদ্দিন খলিফা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস,এম জামাল হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, প্রেসক্লাব সভাপতি আঃ রহিম সরদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি অসীম ঘরামী, সমবায়ী আহমেদুল কবির বিপ্লব মোল্লা, যুবলীগ নেতা আল-আমিন সহ বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ। সমবায় দিবসে এবারের প্রতিপাদ্য বিষয় ছিল বঙ্গবন্ধুর দর্শন সমবায়ের উন্নয়ন।