প্রধান সংবাদ
নাজিরপুরের উন্নয়নে অবদান রাখায় ॥ অর্থ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিবের গন সংবর্ধনা অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ নাজিরপুর ইউনিয়নে স্কুল, কলেজ, মাদ্রাসা, হাসপাতাল, পাঠাগারসহ বিভিন্ন সামাজকি প্রতিষ্ঠান অবিস্মরনীয় উন্নয়ন করে এলাকাকে আলোকিত করায় নাজিরপুরের কৃতি সন্তান ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব (অবঃ) মোঃ এমদাদুল হকের গন সংবর্ধনা গতকাল নাজিরপুর কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।
প্রবীন শিক্ষক আলহাজ্ব মোঃ ফজলুল হক মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব (অবঃ) মোঃ এমদাদুল হক। বিশেষ অতিথি ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রনালয়ের বর্তমান সহকারী সচিব মোঃ মখফার উদ্দিন খোকন, মেহেরপুরের নির্বাহী অফিসার মো. হেমায়েত উদ্দিন খোকন, অতিরিক্ত সচিব (অবঃ) মোঃ এমদাদুল হকের সহধর্মীনি ফেরদৌসী হক রেবা, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম জহির, ইউপি চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, নাজিহরপুরহাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ ফরিদ উদ্দিন খান, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহ আলম মৃধা, প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন, নাজিরপুর ইউনাইটেড ডিগ্রী কলেজের অধ্যক্ষ শেখর চন্দ্র মিস্ত্রী। বক্তব্য রাখেন কলেজ পরিচালনা কমিটির দাতা সদস্য মোঃ আসাদুজ্জামান, সমাজ সেবক মোঃ মাকসুদুর রহমান লাবলু, মুক্তিযোদ্ধামোঃ এমদাদুল হক খান, সমাজ সেবক মোঃ জামাল হোসেন,মোস্তাফিজুর রহমান বাদল, ওবায়েদুর রহমান, ওবায়েদুল্লাহ হারিচ শিকদার প্রমূখ। পরে অনুষ্ঠি হয় মনোজ্ঞা সাংস্কৃতিক অনুষ্ঠান।