খেলা
বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগমের দাফন সম্পন্ন \ বিভিন্ন মহলের শোক
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক, (মন্ত্রী) ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহর স্ত্রী ও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এর মাতা ও দক্ষিনাঞ্চলের মমতাময়ী জননী স্বীকৃত বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্ঠা মন্ডলীর সদস্য, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতের প্রত্যক্ষদর্শী সাহান আরা বেগম (৬৮) রোববার রাত সাড়ে ১১ টায় ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাাহে ওয়াইন্নালিল্লাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্বামী, ০৩ ছেলে ও ০১ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার সকালে বরিশাল মুসলিম গোরস্থান মাদ্রসা প্রাঙ্গনে রাষ্টীয় মর্যাদা এবং জানাজা শেষে বরিশাল মুসলিম গোরস্থানে দাপন সম্পন্ন করা হয়।
আওয়ামীলীগের শোক
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক সাংসদ অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট বলরাম পোদ্দার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌর মেয়র মোঃ হারিছুর রহমান, জেলা পরিষদের সদস্য রাজু আহম্মেদ হারুন, পৌর আওয়ামীলীগের সভাপতি মনির হোসেন মিয়া, সাধারন সম্পাদক আতিকুর রহমান শামীম, ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সী, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, উপজেলা যুবলীগের সভাপতি আনিছুর রহমান, সাধারন সম্পাদক সৈয়দ মাহাবুব আলম, পৌর যুবলীগের সাধারন সম্পাদক আল আমীন হাওলাদার, উপজেলা যুবলীগের নেতা ও সাংসদ শামীম ওসমানের একান্ত সচিব হাফিজুর রহমান মান্না, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়েরুল ইসলাম সান্টু, ইউপি চেয়ারম্যান নুর আলম সেরনিয়াবাত, মোঃ শাহজাহান প্যাদা, কৃষ্ণ কান্ত দে, সৈকত গুহ পিকলু, গোলাম হাফিজ মৃধা, আঃ রব হাওলাদার, ফারুক হোসেন মোল্লা, ঢাকাস্থ গৌরনদী-আগৈলঝাড়া সমিতির সভাপতি সৈয়দ জিয়াউর রহমান নবু, বঙ্গবন্ধু সৈনিকলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কিরন সেরনিয়াবাত।
বিএনপির শোক
গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক মোঃ আবুল হোসেন মিয়া, জাতীয়তাবাদি আইনজীবি ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এ্রাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, বরিশাল উত্তর জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক এস,এম মনিরুজ্জামান মনির, উপজেলা হিন্দু, বৈদ্ধ্য, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট্রের সভাপতি দুলাল রায় দুলু সাধারন সম্পাদক মানিক আচার্য্য, গৌরনদী উপজেলা ছাত্রদলের নেতা মোঃ জসিম শরীফ।
গৌরনদীর সাংবাদিকদের শোক
গৌরনদী বিআরডিপি’র সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, মোঃ আসাদুজ্জামান রিপন, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি খোকন আহম্মেদ হীরা, সম্পাদক মনীষ চন্দ্র বিশ্বাস, গৌরনদী রিপোটার্স ইউনিটির সভাপতি পলাশ তালুকদার, সাবেক সভাপতি খায়রুল ইসলাম, সম্পাদক এস, এম, মিজান, সহসভাপতি মনিরুজ্জামান চুন্নু, যুগ্ম সাধারন সম্পাদক শামীম মীর, কোষাধ্যক্ষ জহামান মুন্সী, দপ্তর সম্পাদক রাজীব হোসেন খান, প্রচার সম্পাদক পপলু খানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।