বরিশাল
আগৈলঝাড়ায় তিন যুবকের করোনা পজেটিভ শনাক্ত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাংতা, গৈলা ও রতœপুর গ্রামে নতুন করে তিন যুবকের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। আক্রান্ত তিন ব্যাক্তির বাড়িসহ আশপাশ এলাকা মঙ্গলবার লকডাউন করেছে স্থানীয় প্রশাসন। এ নিয়ে উপজেলায় আক্রান্ত সংখ্যা দাড়ালো ৬। আক্রান্ত ব্যাক্তিদের হোম আইস্যুলেশনের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হচ্ছে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন জানান, গত রোববার আগৈলঝাড়া উপজেলার রাংতা, গৈলা ও রতœপুর গ্রামের তিন যুবকের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষাগারে পাঠানো হয়। গতকাল মঙ্গলবার হাতে পাওয়া রিপোর্টে ওই তিন যুবকের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। ওই তিন যুবকের মধ্যে সামান্য সর্দি ছাড়া কোন করোনা উপসর্গ ছিল না। আক্রান্ত ব্যাক্তিদের হোম আইস্যুলেশনের মাধ্যমে বাড়িতে রেখেই চিকিৎসা দেয়া হচ্ছে। আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী রওশন ইসলাম জানান, আক্রান্ত ব্যাক্তির বাড়িসহ আশপাশ এলাকা গতকাল মঙ্গলবার লকডাউন করা হয়েছে।