বরিশাল
প্রথম আলো বাউফল প্রতিনিধির বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ একটি হত্যা মামলায় দৈনিক প্রথম আলো পত্রিকার বাউফল প্রতিনিধি এবিএম মিজানুর রহমানকে হয়রানীর উদ্দেশ্যে আসামি করার প্রতিবাদে মানববন্ধন করেছে বাউফল উপজেলায় কর্মরত সাংবাদিকরা ।
১১ টায় বাউফল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালীন অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক জিতেন্দ্র নাথ রায়, কামরুজ্জামান বাচ্চু, জসিম উদ্দিন ও সাংবাদিক মিজানের বাবা আবদুস সালাম । বক্তারা, যুবলীগ কর্মী তাপস হত্যা মামলায় সাংবাদিক মিজানকে হয়রানীর উদ্দেশ্যে আসামি করায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে অনতিবিলম্বে তাকে (সাংবাদিক) মামলা থেকে অব্যহতি দেয়ার জন্য বরিশাল বিভাগীয় কমিশনার, ডিআইজি’র আশু হস্তক্ষেপ কামনা করেছেন। উল্লেখ, গত ২৪ মে পৌর শহরের জেলা পরিষদের ডাক বাংলোর সামনে একটি তোরণ নির্মাণের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এমপি ও পৌর মেয়রের সমর্থকদের মধ্যে সংঘর্ষে যুবলীগ কর্মী তাপস দাস নিহত হন।
ঘটনার সময় সংর্ঘষের ছবি তোলায় হয়রানীর উদ্দেশ্যে একটি বিশেষ মহলের ইন্ধনে সাংবাদিক এবিএম মিজানুর রহমানকে ওই হত্যা মামলার ২০ নাম্বার আসামি করা হয়েছে । একই মামলায় বাউফল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদককে প্রধান করে আরও ৩৫ জনকে আসামি করা হয়েছে।