বরিশাল
আগৈলঝাড়ায় সর্দি জ্বর ও শ্বাসকষ্ট্রে যুবকের মৃত্যু, ৬০ পরিবার লকডাউন
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের পূর্ব বাগধা গ্রামে বুধবার দুপুর ৩টায় সর্দি জ্বর কাশিসহ করোনার উপসর্গ নিয়ে এক যুবকের (৩৮) মৃত্যু হয়েছে। বিষয়টি জানার পরে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও প্রশাসনিক কর্মকর্তারা ঘটনাস্থেলে গিয়ে নমুনা সংগ্রহ করে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে লাশ দাফন করেন। ঘটনার পর ওই এলাকার ৬০টি পরিবারকে লকডাউন করেছে স্থানীয় প্রশাসন।
স্থানীয় লোকজন ও স্বজনরা জানান, আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের পূর্ব বাগধা গ্রামের সোহরাব হোসেনের ছেলে আলী অকবর (৩৮) পয়সারহাট –ঢাকাগামি গোল্ডেন পরিবহরনের বাসের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। গত মঙ্গলবার সর্দি জ্বর, কাশি নিয়ে বাড়িতে পৌছেন। বুধবার দুপুর তিনটায় নিজ বাড়িতে আলী আকবর মারা যান। এ ঘটনা এলাকায় ছড়িয়ে পরলে গ্রামের মধ্যে আতঙ্ক দেখা দেয় এবং আশপাশের অনেকেই বাড়ি ছেড়ে অন্যত্র চলে যায়। স্থানীয়রা বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করলে বিকেল ৪টার দিকে উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রইস সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম, আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন ও আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বখতিয়ার আল মামুন ঘটনাস্থলে যান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বখতিয়ার আল মামুন বলেন, করোনার উপসর্গ নিয়ে যুবকের মৃত্যুতে এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পরে। স্বাস্থ্য বিভাগ, প্রশাসনের লোকজনকে নিয়ে আমরা গিয়ে নমুনা সংগ্রহ করার ঢাকায় পাঠানো হয়েছে। ওই দিন ইসলামিক ফাউন্ডেশনের সহায়তায় লাশ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী রওশন ইসলাম বলেন, মৃত যুবকের মধ্যে করোনার উপসর্গ ছিল। সেহেতু এলাকার নিরাপত্তার জন্য ওই গ্রামের ১৬টি বাড়ির ৬০টি পরিবারকে লকডাউন করা হয়েছে।