গৌরনদী
প্রথিবীর শ্রেষ্ট ধর্মগ্রন্থ আল-কুরআন আগুনেও পুড়েনি
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ পৃথিবীর শ্রেষ্ট ধর্মগ্রন্থ আল-কুরআন। কুরআনকে অবলম্বন করেই আজকের আধুনিক সভ্যতা ও পৃথিবী। হাজার হাজার বছর পূর্বে পবিত্র কুরআন যে কথা বলেছে আজ বৈজ্ঞানিকরা কুরআন রিসার্চ করেই তার স্বীকৃতি দিচ্ছে। আলহামদুলিল্লাহ । কুরআনই দিতে সকল সমস্যার সমাধান। তাই কুরআনই হোক আমাদের একমাত্র পাথেয়। যে কোন পরিস্থিতিতে কুরআন সমুন্নত- অক্ষয়। তা আবারও প্রমানিত হল।
সম্প্রতি সময়ে গৌরনদী বাসষ্টান্ডে ভয়াবহ অগ্নিকান্ডে ৪০টি ব্যবসায়ী প্রতিষ্ঠান সম্পুর্নভাবে ভস্মীভূত হয়।গৌরনদী বাসষ্টান্ডের ব্যবসায়ী মনির সরদারের দোকানের পিছনে বাসাবাড়ি সম্পূর্ন পুড়ে যায়। কিছুই অবশিষ্ট থাকেনী। মনির সরদার কয়েকজন ব্যবসায়ীকে জড়ো জানান, তার সব কিছু পুড়ে গেলেও ঘরে থাকা কোরআন শরীফ পুড়েনি। তাই তা দেখার কৌতুহল হলে মনির সবাইকে অক্ষত কুরআন দেখালেন। সত্যিই বাসাবাড়িতে থাকা কোরআন অক্ষত। আলহামদুলিল্লাহ। তাই আসুন আমারা কোরআন ধারন করেই আমাদের জীবন পরিচালণা করি। আল্লাহ আমাদের সকলকে পবিত্র কোরআনের আলোকে জীবন গড়ার তৌফিক দিন। আমিন


