গৌরনদী
গৌরনদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম / বরিশালের গৌরনদী উপজেলার বড়দুলালী গ্রামে শুক্রবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রথম শ্রেনির ছাত্র রাহাত সরদার নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের আজিজুল হক সরদারের পুত্র। স্থানীয় ব্যাক স্কুলের প্রথম শ্রেণির ছাত্র।
পারিবারিক সৃত্রে জানা গেছে, সকাল ১১টার দিকে নিজ ঘরে টেলিভিশনের চালু করার জন্য সুইজ দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। গুরুতর অবস্থায় রাহাতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।