গৌরনদী
কেন্দ্রীয় আওয়ামীলীগের প্রচার সম্পাদক আবদুস সোবহানের টরকী হাইস্কুল পরিদর্শন
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষে কেন্দ্রীয় আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ এমপি বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দর ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয় ও শেখ রাসেল ইন্টারন্যাশনাল স্কুল পরিদর্শন ও মতবিনিময় সভা করেছেন।
সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ বিকেলে উপজেলার টরকী বন্দর ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয় ও শেখ রাসেল ইন্টারন্যাশনাল স্কুল পরিদর্শন শেষে মতবিনিময় সভা বরিশাল জেলা পরিষদের সদস্য ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি রাজু আহম্মেদ হারুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, পৌর কৃষকলীগের সভাপতি মোঃ শাহজাহান বেপারী, পৌর কাউন্সিলর সিকদার খোকন।