গৌরনদী
মানবাধিকার বিষয়ক জাতিসংঘের হাই কমিশনার (OHCHR) এবং অভিবাসনের আন্তর্জাতিক সংস্থা (IOM) সম্মেলনে যোগ দিতে ব্যাংকক যাচ্ছেন গৌরনদীর কৃতি সন্তান ও মানবাধিকার সংগঠক সৈয়দ আজমুল হক
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ মানবাধিকার বিষয়ক জাতিসংঘের হাই কমিশনার (OHCHR) এবং অভিবাসনের আন্তর্জাতিক সংস্হা (IOM) এর কার্যালয়, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলিক UN নেটওয়ার্কের পরামর্শে অংশ নিতে আগামী ১৯ই ফেব্রুয়ারি ২০২০ সম্মেলনে যোগদানের জন্য বাংলাদেশ মানবাধিকার কমিশন-BHRC এর সদর দপ্তরের প্রতিনিধিকে আমন্ত্রন জানিয়েছেন। সম্মেলনে যোগদানের জন্য মানবাধিকার কমিশন-BHRC সৈয়দ আজমুল হককে নির্বাচিত করেছেন। সৈয়দ আজমুল হক বরিশাল তথা গৌরনদীর কৃতি সন্তান ও মানবাধিকার কমিশন-BHRC এর বিশেষ প্রতিনিধি, সদর দপ্তর (স্বর্নপদক প্রাপ্ত মানবাধিকার সংগঠক) ও সাধারণ সম্পাদক। আজমুল হক বলেন, ব্যাংকক এর সম্মেলনে যোগদানের জন্য আমাকে নির্বাচিত করায় আমি মানবাধিকার কমিশন-BHRC এর সকল কর্মকর্তা ও সদস্যদের প্রতি কৃতজ্ঞ। সৈয়দ অজমুল হকের সফর সঙ্গি রয়েছেন বরিশালের কৃতি সন্তান বাংলাদেশ মানবাধিকার কমিশন ঢাকা মহানগর দক্ষিণ এর সভাপতি, মোঃ ফিরোজ আলম সুমন, সহ সভাপতি, আরিফুল ইসলাম রাজিব, যুগ্ম সাধারণ সম্পাদক, ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ রায়হান সাদিক ।