সারাদেশ
সরিকল মাধ্যমিক বিদ্রালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী সরিকল মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন মঙ্গলবার অনুষ্ঠিত হয়।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি খন্দকার শাহে আলম মনজুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ । বিশেষ অতিথি ছিলেন শরিকল পাইলট ইউনিয়ন চেয়ারম্যান ফারুক হোসেন মোল্লা, ম্যানেজিং কমিটির সদস্য শহিদুল ইসলাম নান্না, দাতা সদস্য মহিউদ্দিন দুরানী বাবুল, শরিকল ইউনিয়ন যুবলীগ সভাপতি ও সদস্য জানে আলম, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীর, ম্যানেজিং কমিটির সদস্য শংকর চন্দ্র সমদ্দার ,অতুল চন্দ্র কর্মকার, তাজলিমা বেগম প্রমূখ । সহকারী শিক্ষক এনামুল হক এর সঞ্চলনায় বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক কনিকা মুখার্জি, সহকারী প্রধান শিক্ষক মাইদুল ইসলাম প্রমূখ। শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।