গৌরনদী
আগৈলঝাড়ায় শিক্ষার্থীকে শ্লীলতাহানি, বখাটের ছয় মাসের কারাদন্ড
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের দক্ষিণ বাগধা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে বুধবার আগৈলঝাড়া ভ্রাম্যমান আদালতের বিচারক এক বখাটেকে ছয় মাসের কারাদন্ড প্রদান করেছে । দন্ডপ্রাপ্ত বখাটেকে গতকাল বুধবার সকালে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরন করা হয়েছে।
আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের দক্ষিণ বাগধা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী (১০) নিজের জন্মনিবন্ধন ফটোকপি করতে মঙ্গলবার সন্ধ্যায় বাগধা বাজারে যায়। বাগধা বাজারের আলো মার্কেটের সামনে পৌছলে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার বান্ধাবাড়ি গ্রামের মোক্তার পাইকের ছেলে বখাটে মিনারুল পাইক (৩৬) তার পথরোধ অশ্লীল কথাবার্তা বলে শ্লীলতাহানি করে। এ সময় স্কুল ছাত্রী প্রতিবাদ করলে বখাটে তাকে তেড়ে আসে। মেয়েটির ডাক চিৎকার স্থানীয় লোকজন এগিয়ে এসে মিনারুল পাইকে আটক করে পুলিশকে আগৈলঝাড়া থানা সংবাদ দেন। পুলিশ ওই রাতেই তাকে আটক করে থানায় নিয়ে আসে।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ অফজাল হোসেন জানান, গতকাল সকালে বখাটে মিনারুল পাইককে আগৈলঝাড়া ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে মিনারুল অভিযোগের দায় স্বীকার করেন। আগৈলঝাড়া ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাতিমা আজরীণ বখাটে মিনারুলকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ডের রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত বখাটেকে বুধবার সকালে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরন করা হয়েছে।