গৌরনদী
উজিরপুর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সফল সম্মেলন, কমিটি ঘোষনা ৯ ডিসেম্বর
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের উজিরপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শনিবার সকালে উজিরপুর গালর্স কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। বেলুন ও পায়রা উড়িয়ে প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন জাতির পিতার ভাগ্নে, বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি, মন্ত্রী পদ মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষন কমিটির আহবায়ক আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ -এমপি
উজিরপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি এস, এম, জামাল হোসেনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা লীগ সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এ্যাড. তালুকদার মোঃ ইউনুস, বরিশাল-২ আসনের সংসদ সদস্য মোঃ শাহ আলম তালুকদার, সংরক্ষিত আসনের সাংসদ সৈয়দা রুবিনা আক্তার, জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোয়াজ্জেম হোসেন, সদস্য এ্যাড. মিলন ভুইয়া, এ্যাডভোকেট কাইয়ুম খান লস্কর। বক্তব্য রাখেন উজিরপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল মজিদ সিকদার। সফলভাবে সম্মেলন সমাপ্ত হলে কমিটি ঘোষনা করা হয়নি। আগামি ৯ ডিসেম্বর কমিটি ঘোষনা করা হবে বলে জেলঅ আওয়ামীলীগের দলীয় একটি সূত্র জানান। সভাপতি পদে সাম্ভাব্য প্রার্থী রয়েছেন বর্তমান সভাপতি এস,এম, জামাল উদ্দিন, সাবেক সভাপতি খালেক আজাদ, সহ-সভাপতি অশোক কুমার হাওলাদার, মোঃ হাফিজুর রহমান ইকবাল। সাধারন সম্পাদক পদে সাম্ভাব্য প্রার্থী রয়েছেন বর্তমান সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চু, পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারীসহ ৪ জন।