গৌরনদী
গৌরনদীতে পল্লী চিকিৎসককে কুপিয়ে জখম
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ গৌরনদী উপজেলার মাহিলাড়া বাসষ্টা-ের পল্লী চিকিৎসক সমীর ম-লের উপর হামলা চালিয়ে জখম করেছে দোকান ঘরের মারকি তার পুত্ররা। এ ঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে।
পুলিশ জানান, গৌরনদী উপজেলার মাহিলাড়া বাসষ্টা-ের পল্লী চিকিৎসক সমীর ম-ল স্থানীয় অমূল্য মন্ডলের কাছ থেকে দোকানভাড়া নেন। ভাড়া নেওয়ার সময় বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য কোনারের মালিক ১০ হাজার টাকা অগ্রীম নেন। ঘর ছাড়ার সময় ওই টাকা ফেরত চাইলে টাকা দিতে অস্বীকার করে অমূল্য মন্ডল। এর জের ধরে অমূল্যের পুত্র বিপ্লব ম-লপলাশ ম-ল সহযোগী গোবিন্দ দেওয়ান, গৌতম গত রবিবার রাত সাড়ে ৮টায় সমীরের উপর হামলা চালিয়ে মারাত্মকভাবে জখম করেছে। গৌরনদী থানার এস, আই মনিরুজ্জামান জানান, থানায় অভিযোগ দেয়া হয়েছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।