বরিশাল
গৌরনদীতে ইয়াবা ট্যাবলেটসহ বিক্রেতা ইদ্রিস গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশ রোববার রাতে মেদাকুল এলাকা থেকে ১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ বিক্রেতা ইদ্রিস হাওলাদারকে (৪৫) গ্রেফতার করেছে। সে একই থানার খাঞ্জাপুর ইউনিয়নের মাগুরা মাদারীপুর গ্রামের কাদের হাওলাদারের পুত্র। মাদক স¤্রাট ইদ্রিস গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহাবুবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার মেদাকুল এলাকায় পুলিম অভিযান চালায়। এ সময় মেদাকুল মসজিদের সামনে রাস্তার উপর থেকে ইদ্রিস হাওলাদারকে আটক করে তার দেহ তল্লাশি করে। ইদ্রিসের কোমড়ে পড়নের লুঙ্গির ভাজের মধ্য থেকে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ ঘটনায় থানার এসআই আনিসুর রহমান বাদি হয়ে মাদকদ্রব্য আইনে মামলা দাযের করেন।