গৌরনদী
গৌরনদীতে আরো ৬ ডেঙ্গু রোগী ভর্তি
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী উপজেলায় ডেঙ্গু রোগে আক্রান্ত আরো ৬ রোগী গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। তাদের একজনকে ঢাকা ও ৫ জনকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। ক্রমেই ডেঙ্গ আক্রান্ত রোগী সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। জনমনে ডেঙ্গ আতংক দেখা দিয়েছে।
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মীর্জা মাহাবুব জানান, গত ২৪ ঘন্টায় গৌরনদীতে জ্বরে আক্রান্ত হয়ে অসংখ্য রোগী হাসপাতালে চিকিৎসা সেবা নেন। তার মধ্যে থেকে ৬ জনকে ডেঙ্গু রোগী হিসেবে সনাক্ত করা হয়েছে। শরীরে এনএস-১ বা পজেটিভ বিদ্যমান থাকা রোগীরা হলেন, দেলোয়ার হোসেন (৫৯), দুলাল হাওলাদার (৩৮) তার স্ত্রী বিলকিস বেগম (৩২) রাহাত হোসেন (২০) আশিক (১২), সৌখিন (৩৪) ও এস,এম, জহিরুল ইসলাম (৫৮)। জহিরুল ইসলামকে বরিশাল সেখান থেকে ঢাকায় পাঠানো হয়েছে।
গৌরনদী উপজেলার উপ-সহকারী প্রানী সম্পদ কর্মকর্তা (সম্প্রসারন) আবুল হাসান জানান, গৌরনদী উপজেলা প্রানী সম্পদ দপ্তরের উপ-সহকারী প্রার্নীসম্পদ কর্মকর্তা (স্বাস্থ্য) এস,এম, জহিরুল ইসলাম নিজ দপ্তরে এইডিস মশার কামড়ে আক্রান্ত হয়ে শনিবার গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শনিবার রাতে তাকে ঢাকা বারডেম হাসপাতালে প্রেরন করা হয়। ডাঃ মীর্জা মাহাবুব বলেন, ডেঙ্গু আক্রান্ত রোগী সংখ্যা দিন দিন বৃদ্দি পাচ্ছে। এ নিয়ে এ পর্যন্ত গৌরনদী হাসপাতালে ১৪ জন ভর্তি হলেও কমপক্ষে আরো ২০ জন ডেঙ্গু রোগী নিজ উদ্যোগে বরিশালসহ ঢাকায় চিকিৎসা নিচ্ছে। ডেঙ্গু মানুষের মধ্যে আতংক দেখা দিয়েছে।