বরিশাল
উজিরপুরের জাল টাকাসহ জালটাকার দুই ব্যবসায়ী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের সমতা বাজার এলাকা থেকে আট হাজার পাঁচশত টাকার জাল নোটসহ দুই জাল টাকার ব্যাবসায়ীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা । এ ঘটনায় শুক্রবার রাতে উজিরপুর মডেল থানায় একটি মামলা দাযের করা হয়েছে। জাল টাকার দুই ব্যবসায়ীকে গতকাল শনিবার আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
স্থানীয় লোকজন, প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, বরিশালের প্রত্যন্ত পল্লি অঞ্চল বা বিল হিসেবে খ্যাত উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের সমতা বাজারে শুক্রবার দুপুরের তিনটার দিকে তারা জাল টাকার নোট নিয়ে ঢুকে বিভিন্ন দোকাদে কেনাকাটা করেন উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের কচুয়া গ্রামের মৃত জব্বার মল্লিকের ছেলে মিলন মল্লিক (৩০) এবং বানারীপাড়া উপজেলার বাইশারি গ্রামের প্রনব চক্রবর্তির ছেলে অতনু চক্রবর্তি (৩২) ।
বাজারের দায়ের দোকানদার সুজন ব্যাপারী জানান, তার দোকানে চা-বিস্কুট খেয়ে একটি ৫শ টাকার নোট দিলে তিনি রেখে দেন। পরবর্তিতে তারা মাছ বাজারে গিয়ে সুনীল রায়ের কাছ থেকে ৭০ টাকার মাছ কিনে ৫শ টাকার একটি নোট দেন। সুনীল রায় জানান, নোট জাল বলে তার কাছে সন্দেহ হলে সে ৫শ টাকার নোটটি পরিবর্তন করে দিতে বলেন। এতে জাল টাকার দুই ব্যবসায়ী রেগে যান। এ নিয়ে কথা কাটাকাটরি এক পর্যায়ে লোকজন জড়ো হয়ে মিলন ও অতনুকে চ্যালেঞ্জ করলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। স্থানীয় ব্যবসায়ী হৃদয় রহমান, মাসুম হোসেনসহ কয়েকজন জানান, তারা হারতা পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ মাহতাব উদ্দিনকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে পৌছে তাদেরকে আটক করে ক্যাম্পে নিয়ে যান। এ সময় তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাসি করেআট হাজার পাঁচশত টাকার জাল নোট উদ্ধার করে। জালনোট বহন করা প্রসঙ্গে জানতে চাইলে অভিযুক্ত দুই আসামি মিলন ও অতনু ঈদকে সামনে রেখে জাল টাকা ছড়িয়ে দেয়ার ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল জানান, জাল টাকা বহন ও বাজারে জাল টাকা ছরিয়ে দেওয়ার অপরাধে জড়ি থাকায় মিলন মল্লিক (৩০) ও অতনু চক্রবর্তিকে (৩২) আসামি করে থানার উপ-পরিদর্শক (এসআই) হরিদাস নাগ বাদি হয়ে শুক্রবার রাতে একটি মামলা দায়ের করেছে। আসামিদের গতকাল শনিবার আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।