গৌরনদী
গৌরনদীতে মেয়রের স্বাক্ষর জাল করে ওয়ারিস সনদ তৈরী করায় ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী পৌর সভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমানের স্বাক্ষর জাল করে ওয়ারিস সনদ তৈরী করে মৃত ব্যক্তির জমি নিজ নামে রেকর্ড নেওয়ার চেষ্টা করেন গৌরনদী বাসষ্টান্ডের হার্ডওয়ার ব্যবসায়ী কাজী বাচ্চু ও আবুল সিকদার। এ ঘটনায় শুক্রবার রাতে পৌর কাউন্সিলর আতিকুর রহমান বাদি হয়ে গৌরনদী মডেল থানায় দুই ব্যবসায়ীর বিরুদ্ধে একটি জালিয়াতির মামলা দায়ের করেছে। ঘটনার পর থেকে দুই ব্যবসায়ী পলাতক রয়েছে।
স্থানীয় লোকজন ও ভূমি কর্মকর্তারা জানান, বরিশালে রেল লাইন সংযুক্ত হওয়ায় জমি হুকুম দখলের জরিপ কাজ চলছে। উত্তর বিজয়পুর মৌজার বাসিন্দা গৌরনদী বাসষ্টান্ডের ব্যবসায়ী কাজী বাচ্চু (৪৭) ও আবুল সিকদার (৫২) মৃত দেলোয়ার হোসেনের হুকুম দখলের জমির ক্ষতিপুরন আত্মসাতের জন্য একটি জাল ওয়ারিস সনদ তৈরী করেন। ওয়ারিস সনদ তৈরীতে গৌরনদী পৌর সভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমানের স্বাক্ষর জাল করা হয়।
গৌরনদী উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী মোঃ নূর হোসেন পাইক জানান, ওই দুই ব্যবসায়ী গত ২৬ জুন মৃত দেলোয়ার হোসেনের জমি নিজ নামে জমা খারজি (মিউটিশন) করার জন্য জাল ওয়ারিস সনদ জমা দেন। স্বাক্ষর দেখে জাল সন্দেহ হলে তারা বিষয়টি পৌর মেয়রকে অবহিত করেন। এক পর্যায়ে পৌর মেয়র মোঃ হারিছুর রহমান তার স্বাক্ষর জাল করার বিষয়টি ভুমি অফিসকে নিশ্চিত করেন।
অভিযোগ সম্পর্কে জানতে চাইলে আবুল সিকদার বলেন, কাজী বাচ্চু স্বাক্ষর জাল করেছেন। স্বাক্ষর জাল করার ঘটনায় আমি জড়িত নই। এ প্রসঙ্গে কাজী বাচ্চু কথা বলতে রাজি হননি। গৌরনদী মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) মো. মাহাবুবুর রহমান বলেন, এ ঘটনায় ৬নং ওয়ার্ড কাউন্সিলর ও পৌর যুবলীগের সভাপতি আতিকুর রহমান বাদি হয়ে কাজী বাচ্চু ও আবুল সিকদারকে আসামি করে শুক্রবার রাতে থানায় একটি জালিয়াতির মামলা করেছেন।