বরিশাল
উজিরপুরে স্কুল ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের উজিরপুর উপজেলার চতুর্থ শ্রেনীর এক স্কুল ছাত্রীকে যৌন হয়রানীর দায়ে ওই স্কুলের প্রধান শিক্ষককে শনিবার গ্রেফতার করেছে উজিরপুর মডেল থানা পুলিশ। এর আগে স্কুল ছাত্রীর বাবা বাদি হয়ে ধামসর অক্সফোর্ড মিশন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে আসামি করে একটি মামলা দায়ের করেন।
পুলিশ জানান, উজিরপুর উপজেলার ধামসর অক্সফোর্ড মিশন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর স্কুল ছাত্রীকে (১২) বিদ্যালয়ের প্রধান শিক্ষক পূর্ব ধামসার গ্রামের মৃত করিম হাওলাদারের পুত্র মো. মুক্তার হোসেন(৪৫) বিভিন্ন সময় শাসনের নামে স্কুল ছাত্রীর শরীরে হাত দিয়ে শ্লীলতাহানি ঘটায়। স্কুল ছাত্রীর বাবা অভিযোগ করেন, ২ মে বৃহস্পতিবার তার কন্যা স্কুল থেকে আসার পরে মন খারাপ করে একাকি বসে থাকে। বিষয়টি তাদের দৃষ্টিগোজর হলে মেয়ের কাছে এ বিষয়ে জানতে চাইলে সে কোন কথা বলতে রাজি হননি। পরবর্তিতে মা বিভিন্নভাবে মেয়ের কাছে মন খারাপের বিষয়ে জানতে চাইলে মেয়ে তার মাকে জানান প্রধান শিক্ষক তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানির করেন। পরের দিন স্কুল ছাত্রীর বাবা এ বিষয়ে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা আক্তারকে লিখিতভাবে অবহিত করেন। নির্বাহী কর্মকর্তা বিষয়টি নিজস্ব আঙ্গীকে তদন্ত করে অভিযোগের সত্যতা পান এবং গতকাল শনিবার স্কুল ছাত্রীর বাবাকে আইনগত ব্যবস্থা গ্রহনের পরামর্শ দেন।
অভিযোগ সম্পর্কে জানতে চাইলে প্রধান শিক্ষক মুক্তার হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, আমি চক্রান্তের শিকার হয়েছি। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল বলেন, স্কুল ছাত্রীর বাবা শনিবার বাদি হয়ে প্রধান শিক্ষক মুক্তার হোসেনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। পুলিশ ওই দিন র্পব ধামসার গ্রামে অভিযান চালিয়ে প্রধান শিক্ষককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে।