প্রধান সংবাদ
গৌরনদীতে শিক্ষা মেলা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে বরিশালের গৌরনদীতে শিক্ষা মেলা, শিক্ষক সমাবেশ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়।
উপজেলা প্রাথমিক অফিসের উদ্যোগে শনিবার গৌরনদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শিক্ষা মেলা উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা শিক্ষা অফিসার মোঃ ফয়সল জামিলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক বদিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার যথাক্রমে বদিউজ্জামান, এসএম বজলুর করীম, আব্দুল মন্নান মিয়া, নাদিরা আফরিন, পলাশ সরদার, মাহাবুব আলম, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি সেলিম আহম্মেদ, সাধারন সম্পাদক কুতুব উদ্দিন, উপজেলা সহকারী শিক্ষক সমাজের সাধারন সম্পাদক সুদাম পাল, সহ-সম্পাদক এইচএম জাকির হোসেন, আবুল খায়ের, সুব্রত পাল, ক্রীড়া সম্পাদক শাহ জালাল জমদ্দার প্রমুখ।