গৌরনদী
গৌরনদীর অয়ন ডাক্তার হতে চায়
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় বরিশালের গৌরনদী পৌর এলাকার ঐতিহ্যবাহী টরকী বন্দর মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে অয়ন দাস জিপিএ-৫সহ বৃত্তি পেয়েছে। অয়নের বাবা উপজেলা সহকারী শিক্ষক সমাজের সিনিয়র সহ সভাপতি ও উত্তর রামসিদ্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, মা মাধু রানী শীল একজন গৃহীনি। অয়ন উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের সেবা করার জন্য ভবিষ্যতে ডাক্তার হতে চায়। এজন্য সে সবার কাছে আর্শিবাদ চেয়েছে।