গৌরনদী
সাংসদ আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহর দাদার ৫৪তম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশাল জেলা আওয়ামীলীগ সভাপতি, সাংসদ আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহর দাদা ও ৪নং গৈলা ইউনিয়ন পরিষদের সাবেক প্রেসিডেন্ট আ. খালেক সেরনিয়াবাতের ৫৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে সোমবার দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। দোয়া ও মিলাদে উপস্থিত ছিলেন মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি, বরিশাল সিটি কর্পোরেশন মেয়র সাদিক আবদুল্লাহ, সাবেক এমপি ও জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, বরিশাল জেলা প্রশাসক অজিয়র রহমান, পুলিশ সুপার সাইফুল ইসলাম, আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত, আওয়ামীলীগ সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মনোনীত প্রার্থী আব্দুর রইচ সেরনিয়াবাতসহ বিভিন্ন উপজেলা ও পৌর সভার জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া ও মিলাদ পরিচালনা করেন বরিশাল কসাই জামে মসজিদের পেশ ইমাম নুরুর রহমান বেগ।