প্রধান সংবাদ
আগৈলঝাড়ায় কলেজ ছাত্রী ধর্ষিত হওয়ার ঘটনায় মামলা, ডাক্তারী পরীক্ষার জন্য প্রেরন
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের বাশাইল গ্রামের এক দিন মজুরের কন্যা ও একটি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্রী ধর্ষিত হওয়ার ঘটনায় বুধবার রাতে ধর্ষিতা বাদি হয়ে আগৈলঝাড়া থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেছে। আগৈলঝাড়া থানা পুলিশ গত বৃহস্পবিার বিকেলে ধর্ষিতা কলেজ ছাত্রীকে উদ্ধার করে শুক্রবার ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শের ই বাংলা মেডকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন জানান, গত নভেম্বর মাসের শেষের দিকে আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের বাশাইল গ্রামের এক দিন মজুরের কন্যা ও একটি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্রীর সঙ্গে একই উপজেলার পাশ্ববর্তি গোয়াইল গ্রামের ইতালি প্রবাসী যুবক রিপন মাঝির (২৫) সামাজিক যোগাযোগের মাধ্যমে পরিচয় হয়। পরিচয় হওয়ার পর উভয়ে নিয়মিতভাবে মুঠোফোনে কথা বলেন এবং এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।
ধর্ষিতা কলেজ ছাত্রী জানান, গত ১৫ নভেম্বর মাসের ইতালি প্রবাসী রিপন মাঝি নিজ বাড়িতে আসেন। বাড়িতে আসার পর তার সঙ্গে দেখা করার জন্য ব্যকুল হয়ে উঠেন । গত ৫ জানুয়ারি সকালে রিপন মাঝি তাদের বাড়িতে আসেন। ওই সময় বাড়িতে পরিবারের কেউ ছিলেন না। কথাবার্তা বলার এক পর্যায়ে রিপন মাঝি তাকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষন করেন। সে (স্কুল ছাত্রী) বিষয়টি তার ও রিপন মাঝির অভিভাবকদেরকে জানালে রিপন মাঝি তাকে বিয়ে করার আশ্বাস দিয়ে বিষয়টি পুশিশসহ কাউকে জানাতে নিষেধ করে। কিন্তু ধর্ষিত হওয়ার পরে ৫দিন অতিবাহিত হওয়ার পরে বিয়ের ব্যাপারে কোন পদক্ষেপ না নেওয়ায় মামলা করার সিদ্বান্ত নেন ধর্ষিতার পরিবার।
আগৈলঝাড়া থানার পরিদর্শক (ওসিতদন্ত) মো. নকিব আকরাম হোসেন জানান, গত বুধবার রাতে ধর্ষিতা কলেজ ছাত্রী বাদি হয়ে রিপন মাঝিকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা আরো ২/৩ জনকে আসামি করে থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেছে। পুলিশ ধর্ষিতা কলেজ ছাত্রীকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য গতকাল বরিশাল শের ই বাংলা মেডকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে। আসামিকে গ্রেপ্তারে জোর চেষ্টা অব্যহত রয়েছে।