গৌরনদী
গৌরনদীতে এবিসিদ্দিক মেডিকেল ইনিষ্টিটিউড অব হেলথ টেকনোলজির উদ্ধোধন
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ গৌরনদীতে এবিসিদ্দিক মেডিকেল ইনিষ্টিটিউড অব হেলথ টেকনোলজির উদ্ধোধন উপলক্ষে গতকাল প্রতিষ্ঠানটির অস্থায়ী কার্যালয় গৌরনদী বাসষ্টাÐস্থ এবিসিদ্দিক ডায়াগনিষ্টিক সেন্টারের দক্ষিন পাশে মিয়া ভবনে এক অলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবিসিদ্দিক ডায়াগনিষ্টিক সেন্টারের চেয়ারম্যান আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি এইচ, এম, জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন ক্লিনিক এ্যাÐ ডায়াগনিষ্টিক সেন্টারের সভাপতি এম, এ, ওহাব, গৌরনদী বাসষ্টাÐের ব্যবসায়ী মো. ফিরোজ শরীফ, গৌরনদী রিপোটার্স ইউনিটির সভাপতি মো. খায়রুল ইসলাম, সাবেক সভাপতি সৈয়দ নকিবুল হক, । বক্তব্য রাখেন এবিসিদ্দিক ডায়াগনিষ্টিক সেন্টারের পরিচালক ও গৌরনদী২৪ ডটকমের নির্বাহী সম্পাদক মোঃ আনিসুর রহমান।