গৌরনদী
উজিরপুরে মুক্তিযোদ্ধার বাড়িতে দূধর্ষ ডাকাতি
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের উজিরপুর মডেল থানার সন্নিকটে এক মুক্তিযোদ্ধার বাড়িতে মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে দূধর্ষ ডাকাতি সংগঠিত হয়। ডাকাতরা নগদ ৬ লক্ষ টাকা ও ২৫ ভরি স্বর্নালংকার লুট করে নিয়ে যায়।
পৌর সদরে উজিরপুর মডেল থানা সংলগ্ন (৩০০ গজ উত্তরে) মুক্তিযোদ্ধা আলী হোসেন ফকির জানান, মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে বাসার জানালার গ্রীল কেটে একদল ডাকাত ভিতরে প্রবেশ করে। একপর্যায়ে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে পরিবারের সদস্যদের জিম্মি করে হাত-পাঁ বেঁধে আলমিরার চাবি নিয়ে আলমিরায় থাকা নগদ ৬ লক্ষ টাকা ও ২৫ ভরি স্বর্নালংকার লুট করে পালিয়ে যায়। উজিরপুর মডেল থানার ওসি শিশির কুমার পাল এ প্রসঙ্গে কথা বলতে রাজি হননি। উল্লেখ্য সম্প্রতি সময়ে উজিরপুর উপজেলায় একাধিক চুরি-ডাকাতি সংগঠিত হয়েছে। এতে জনমনে উদ্বেগ দেখা দিয়েছে।