গৌরনদী
উজিরপুরে ইউপি চেয়ারম্যান হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সভাপতি বিশ্বজিৎ হালদার হত্যার বিচারের দাবিতে গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার ইচলাদি বাসষ্টাÐে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উজিরপুর উপজেলা কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদও ও উজিরপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্ঠান এক্য পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধন কর্মসূচীতে বিভিন্ন পেশাজীবি ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা-বরিশাল মহাসড়কের ইচলাদি বাসষ্টাÐে মানববন্ধন কর্মসূচী শেষে প্রতবাদ সমাবেশের সভাপতিত্ব করেন উজিরপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি সাবেক কাউন্সিলর দিলিপ সিকদার। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উজিরপুর উপজেলা ভাইসচেয়ারম্যান ও কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সভাপতি অপূর্ব কুমার বাইন, সাধারন সম্পাদক সহদেব কুমার দাস, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক তাপস রায়, সাংগঠনিক সম্পাদক বাসুদেব কুমার পাড়–য়া। কর্মসূচীর সঙ্গে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক আব্দুল মজিদ সিকদার, সহসভাপতি অশোক কুমার হাওলাদার, পৌর মেয়র মো. গিয়াস উদ্দিন বেপারী, শিকারপুর ইউপি চেয়ারম্যান মো. সরোয়ার হোসেন প্রমূখ। বক্তারা অনতিবিলম্বে আসামিদের গ্রেপ্তার করে দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবি জানান। এ ছাড়া কারফা বাজারেও অনুরুপ কর্মসূচী পালন করা হয় এতে উজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। উল্লেখ্য গত শুক্রবার রাতে কারফা বাজারের নিজ ব্যবসায়ী প্রতিষ্ঠানে চেয়ারম্যান বিশ্বজিৎ হালদারকে গুলি করে হত্যা করে দুবৃত্তরা। এ ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ ৮ জনকে গ্রেপ্তার করেছে।


