গৌরনদী
গৌরনদীতে ব্যাপক আয়োজনে বাংলাদেশের খবর পত্রিকার ৩য় বর্ষপূর্তি পালিত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ দেশের কথা দশের কথা এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের গৌরনদীতে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার ৩য় বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রবিবার বিকেলে গৌরনদী উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে কেক কাটা শেষে এক আলোচনা সভা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার গৌরনদী প্রতিনিধি মোঃ গিয়াস উদ্দিন মিয়ার সভাপতিত্বে অনুষ্টিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিন। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান, গৌরনদী মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) মুনির হোসেন মুনির, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আফজাল হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রথম আলোর গৌরনদী প্রতিনিধি জহুরুরল ইসলাম জহির, দৈনিক যুগান্তরের প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান রিপন, সাধারন সম্পাদক ও দৈনিক ইনকিলাপের প্রতিনিধি বদরুজ্জামান খান সবুজ, সহ-প্রচার সম্পাদক ও ভোরের পাতার প্রতিনিধি জামিল মাহমুদ, গৌরনদী রিপোর্টাস ইউনিটির সভাপতি খায়রুল ইসলাম, সম্পাদক বিএম বেলাল হোসেন, প্রচার সম্পাদক ও আনন্দ টিভি’র গৌরনদী প্রতিনিধি মোল্লা ফারুক হাসান, সাংবাদিক পরিমল বারিক প্রমুখ। শেষে পত্রিকার সার্বিক উন্নতি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।