গৌরনদী
দৈনিক প্রথম আলোর গৌরনদী প্রতিনিধিকে মুঠোফোন হত্যার হুমকি
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ দৈনিক প্রথম আলোর গৌরনদী (বরিশাল) প্রতিনিধি জহুরুল ইসলাম জহিরকে গ্রামীন কোম্পানীর একটি মুঠোফোন থেকে কল করে অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রাননাশের হুমকি দিয়েছে। এ সময় হুমকিদাতার পরিচয় জানতে চাইলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। থানার ডিউটি অফিসার গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইউসুফ হোসেন নিজের পরিচয় দিয়ে ফোন দিলে তাকে গালাগাল করেছে। এ ঘটনায় গতকাল শনিবার গৌরনদী মডেল থানায় একটি সাধারন ডায়রী করা হয়েছে।
গৌরনদী মডেল থানার সাধারন ডায়রী সূত্রে জানা গেছে, প্রথম আলোর গৌরনদী প্রতিনিধি জহুরুল ইসলাম জহির শুক্রবার জুমা নামাজ পড়তে বাসা থেকে বের হয়ে গৌরনদী বাসষ্টাÐ জননী মার্কেটে পৌছলে দুপুর ১২-৪২ মিনিটি গ্রামীন ফোন কোম্পানীর ফোন থেকে তাকে কল করেন। কলটি রিসিপ করার সঙ্গে সঙ্গ নিজের পরিচয় না দিয়ে অকথ্য ও অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং এক পর্যায়ে তাকে হত্যার হুমকি দিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। হুমকি দাতা মুঠোফোনে জহিরকে মা বোন তুলে গালাগাল দিয়ে বলেন, খানকির পো তুই কোথায় থাকবি, তোর বোস্তাবেটিং গুছ কর, তোর সময় শেষ, রাস্তায় বের হলে মাইরা হালামু। পরিচয় জানতে চাইলে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। তাৎক্ষনিকভাবে ওই নম্বরটিতে দৈনিক বাংলাদেশ বানীর গৌরনদী প্রতিনিধি লোকমান হোসেন ফোন দিলে তার মাধ্যমে সাংবাদিক জহিরকে একই হুমকি দেন। শুক্রবার দুপুর ১টায় গৌরনদী মডেল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. ইউসুব হোসেন নিজের পরিচয় দিয়ে ওই নম্বরে ফোন দিলে পুলিশকে জানানোর খেসারাত দেওয়ার হুমকি দিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। বিষয়টি গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ও পরিদর্শক তদন্ত এস, এম, আফজাল হোসেনকে অবহিত করলে প্রাথমিক তদন্ত শেষে গতকাল শনিবার সকালে হুমকির বিষয়টি সাধারন ডায়রীভুক্ত করেন। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, প্রযুক্তি ব্যবহার করে হুমকি দাতার পরিচয় সনাক্ত করে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।