গৌরনদী
দুই মাসেও সন্ধান মেলেনি গৌরনদীর নিঁখোজ স্কুলছাত্রীর
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ও উত্তর কাÐপাশা গ্রামের সমীর কুমার দাসের কন্যা দোলন দান(১৬) গত ২৭ ফেব্রæয়ারি নিখোজ হন। নিখোঁজের পরে প্রায় দুই মাস অতিবাহিত হলেও সন্ধান পায়নি পুলিশ। এ ঘটনায় গৌরনদী মডেল থানায় একটি সাধারন ডায়রী করেন নিখোঁজ স্কুল ছাত্রীর বাবা।
গৌরনদী মডেল থানায় সাধারন ডায়রী উল্লেখ করা হয়, ওই দিন সন্ধ্যায় স্কুল ছাত্রী দোলন দাস(১৬) ঘর থেকে বাহির হলে গভীর রাতে ফিরে না আসায় অভিভাবকরা খোজাখুঁজি করেন। কোথাও তাকে খুজে না পাওয়ায় বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়ি খোঁজ খবর নেন। তাতেও সন্ধ্যান না পাওয়ায় ২ মার্চ গৌরনদী মডেল থানায় সাধারন ডায়রী করা হয়। সমীর কুমার দাস অভিযোগ করেন, বার বার থানায় ধর্না দিলেও গত দুই মাসেও পুলিশ নিখোঁজ স্কুল ছাত্রীকে উদ্ধার করতে পারেনি।