Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে উত্যক্তের ঘটনা, বখাটের হুমকিতে আতংকে স্কুল ছাত্রীর পরিবার

    | ২১:৪৮, মার্চ ০৯ ২০১৮ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ
    বখাটের উত্যক্ত ও অপহরনের হুমকিতে বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের শাহজিরা গ্রামে কিশোরী ও আগরপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনির ছাত্রী (১৫)র স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে। বিষয়টি নিয়ে একাধিকবা বৈঠকের পর বৃহস্পতিবার রাতে গ্রাম্য সালিস বৈঠকের আয়োজন করা হলেও বখাটে তার পরিবার বৈঠকে অনপুস্থিত থাকে। বখাটে ও তার ভাড়াটে সন্ত্রাসীদের হুমকিতে স্কুল ছাত্রীর পরিবার আতংকে দিন কাটাচ্ছে। সন্ধ্যায় বখাটে পিন্টু খানকে আটক করেছে পুলিশ।

    স্থানীয় লোকজন, স্কুল ছাত্রীর পরিবার ও সংশ্লিষ্টরা জানান, গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের শাহজিরা গ্রামের ও আগরপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনির ছাত্রী (১৫)কে এক বছর যাবত একই গ্রামের আব্দুল মন্নান খান ওরফে চুন মন্নাতের বখাটে পুত্র পিন্টু খান(১৮) স্কুলে আসা যাওয়ার পথে উত্যক্ত করে আসছিল। নাজমিন বিষয়টি তার বাবাকে জানালে বখাটে পিন্টুর বাবা মন্নানকে জানান। এতে বখাটে ক্ষিপ্ত হয়ে একাধিকবার স্কুল ছাত্রীর শ্লীলতাহানি ঘটনানোর চেষ্টা করে।

    স্কুল ছাত্রীর পিতা বলেন, মেয়ে বিষয়টি আমাকে জানানোর পরে গর জানুয়ারি মাসে আমি বখাটে পিন্টুর বাবা মন্নান খানকে জানিয়ে বিচার দাবি করি। কিন্তু বিচারতো পাইনি বরং বখাটে মেয়ের প্রতি উত্যক্তের মাত্রা ও বখাটেপনা বাড়িয়ে দেয়। প্রায় প্রতিদিনই স্কুলে আসা যাওয়ার পথে পথরোধ করে ভয়ভিিত ও হুমকিসহ অশ্লীল ভাষায় গালাগাল দেয়। যে কারনে জানুয়ারি মাসের মাঝামাঝি থেকে আমার স্ত্রী মেয়েকে নিয়ে স্কুলে আসা যাওয়া করে। পরবর্তিতে গত ফেব্রæয়ারি মাসে বিষয়টি স্থানীয় ইউপি সদস্য মো. ফারুক হোসেন সরদারকে জানালে ফারুক বখাটে ও তা বাবাকে ডেকে শাসিয়ে দিয়ে এ ধরনের কাজ থেকে বিরত থাকার নির্দেশ দেন। তাতেও বখাটে ক্ষেন্ত হননি।

    স্কুল ছাত্রীর (৩৫) বলেন, উত্যক্তের কারনে জানুয়ারি মাসের মাঝামাঝি থেকে আমি মেয়েকে সঙ্গে নিয়ে স্কুলে আসা যাওয়া করি। বখাটে পিন্টু এতই বেপরোয়া যে সে আমাকে তোয়াক্কা না করে আমার উপস্থিতিতে গত শনিবার স্কুল থেকে বাড়ি ফেরার পথে শাহজিরা বটতলা নামক স্থানে পৌছলে বখাটে পিন্টু তার দলবল নিয়ে আমাদের পথ আটকিয়ে কথামত কাজ না করলে মেয়েকে অপহরনের হুমকি দেয় এবং আমার ছেলে নাসির হাওলাদার(২০)কে হত্যা করে গায়েব করার হুমকি দেয়। ্ ঘটনার পর গত রবিবার থেকে আমার মেয়ে বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে এবং সন্ত্রাসীদের হুমকির মুখে আমি পরিবার পরিজন নিয়ে আতংকে আছি।

    সরিকল ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য মো. ফারুক হোসেন সরদার জানান, আমি বিষয়টি শোনার পরে একাধিকবার বখাটে ও তা বাবাকে শাসিয়ে দিয়েছি তাতে কাজ হয়নি। রবিবার থেকে স্কুল ছাত্রীর স্কুলে যাওয়া বন্ধ হওয়ার কথা শুনে এলাকার গন্যমান্য ব্যক্তিদের নিয়ে গত বৃহস্পতিবার রাত ৯টায় গ্রামে এক সালিস বৈঠকের আয়োজন করি। বৈঠকে গ্রামের গন্যমান্য ব্যক্তিসহ সকলে উপস্থিত হলে বখাটে পিন্টু ও তার অভিভাবক অনুপুস্থিত থাকেন। বৈঠকে উপস্থিত আব্দুল বকর হাওলাদার, শহিদুল ইসলাম, শামীম মীর ও হামিদা বেগম ঘটনার সত্যতা স্বীকার বলেন, আমরা স্থানীয়ভাবে বিষয়টি সমাধানে চেষ্টা করেছি কিন্তু বখাটে ও তার পরিবারের অসহযোঘীতার কারনে সমাধান হয়নি। কোন বখাটের কারনে একটি মেধাবী ছাত্রীর পড়াশোনা বন্ধ হতে পারে না। আমরা সকলে মিলে প্রয়োজন আইনগত ব্যবস্থা নিয়ে ছাত্রীর নিরাপত্তাসহ বিদ্যালয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করবো। অভিযোগ সম্পর্কে মুঠোফোনে পিন্টু খানের কাছে জানতে চাইলে গতকাল শুক্রবার পিন্টু বলেন, । উত্যক্ত করা কিংবা হুমকি দিতে যাবো কেন? নাজমিনের সঙ্গে আমার সম্পর্কের কথা সবাই জানে । সালিস বৈঠক সম্পর্কে সে কিছ্ ুজানে না বলেও জানান।

    Post Views: ১৯

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে যথাযোগ্য মর্যদায় মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন
    • গৌরনদীতে শহীদ বুদ্ধিজীবী দিবস–২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
    • আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উপলক্ষে  গৌরনদীতে ৫ অদম্য নারীকে সম্মাননা প্রদান
    • জীবন জীবিকার মানউন্নয়নে গৌরনদীতে সিসিডিবির চেক হস্তান্তর অনুষ্ঠান
    • বিএনপির চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়  দোয়া ও  মোনাজাত
    • গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তার হোমিওপ্যাথিক  কলেজ পরিদর্শন ও মতবিনিময়
    • ডাকাতির প্রস্তুতিকালে গৌরনদীতে চার ডাকাত গ্রেপ্তার
    Top