গৌরনদী
মানবাধিকার কনভেনশন ২০১৮‘র উদ্ধোধন ও সম্মাননা প্রদান
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ গত ১৭ ফেব্রæয়ারি ২০১৮ সকালে ঢাকার গুলিস্তানস্থ কাজী বশির মিলনায়তনে বাংলাদেশ মানবাধিকার কমিশন(ইঐজঈ’)র ঢাকা মানবাধিকার কনভেশন-২০১৮‘র উদ্বোধনী করা হয়। কনভেনশন উদ্বোধন করেন (ইঐজঈ)’র প্রতিষ্ঠাতা ও মহাসচিব ড. সাইফুল ইসলাম দিলদার। কনভেনশনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য এডভোকেট হোসনে আরা বেগম বাবলী, জাতীয় উপদেষ্টা ও গভর্নর ডাঃ এএসএম বদরুদ্দোজা, গভর্নর মোঃ ফজলুর রহমান শরীফ, গভর্নর ড. আর. কে. ধর, গভর্নর সিকান্দার আলী জাহিদ, যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক মোঃ কায়সার জামান চৌধুরী, যুক্তরাজ্য নর্থ-ওয়েস্ট রিজিওনের সভাপতি মাঈনুল আমিন বুলবুল, ঢাকা দক্ষিণের গভর্নর কুতুব উদ্দীন আকসির, বিশেষ গভর্নর এম. এ. সোহেল আহমেদ মৃধা, ডেপুটি গভর্নর মোয়াজ্জেম হোমেন মতিন, ঢাকা মহানগর উত্তরের সভাপতি আক্তারুজ্জামান বাবুল, ঢাকা মহানগর দক্ষিনের সভাপতি ডাঃ আনোয়ার ফরাজী ইমন, সাধারন সম্পাদক সৈয়দ আজমুল হক, ঢাকা মহানগর উত্তকরের নির্বাহী সভাপতি ডাঃ মোক্তার হোসেন, চট্টগ্রাম মহানগর শাখার নির্বাহী সভাপতি আবু হাসনাত চৌধুরী, নারায়ণগঞ্জ উত্তর আঞ্চলিক শাখার সভাপতি লায়ন মোঃ মোজাম্মেল হক ভূইয়া, নারায়ণগঞ্জ জেলা মহিলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা ফরিদা আক্তার, বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক আবু মাসুম ফয়সাল, উত্তর বঙ্গের বিশেষ প্রতিনিধি এড. মোঃ জাহিদ ইকবাল, খুলনা মহানগর সাধারণ সম্পাদক এড. অলিউল ইসলাম, চাদপুর জেলা শাখার সভাপতি এড. মোঃ রুহুল আমিন, কুমিল্লা জেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা ওবায়দুল কবীর মোহন, মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক শাহীন আহমেদ চৌধুরী, ঝালকাঠি জেলা শাখার সাধারণ সম্পাদক আবু সাঈদ, বান্দরবান পৌরসভা শাখার সভাপতি নীলিমা আক্তার নীলা, সিরাজগঞ্জ ও পাবনা আঞ্চলিক সমন্বয়কারী এড. গাজী আব্দুর রহমান রানা, সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতি শাখার সাধারণ সম্পাদক এড. মোঃ বাদশাহ আলমগীর, ঢাকা মহানগর উত্তর এর সাধারণ সম্পাদক শেখ মোঃ শহীদুল ইসলাম প্রমূখ।
কনভেনশনে মানবাধিকার কার্যক্রমে বিশেষ অবদানের জন্য ঢাকা মহানগর দক্ষিনের সাধারন সম্পাদক সৈয়দ আজমুল হকসহ ১৪ জন বিশিষ্ট মানবাধিকার কর্মীকে জাতীয় মানবাধিকার স্বর্ণপদক, ১৯ জন বিশিষ্ট মানবাধিকার কর্মীকে শ্রেষ্ঠ মানবাধিকার পদক এবং ১৫ জন মানবাধিকার কর্মীকে মানবাধিকার সম্মাননা পদকে ভূষিত করা হয়। কনভেনশনে ঢাকা মহানগর উত্তর দক্ষিণসহ দেশের প্রায় ৫০টি জেলা থেকে আগত দেড়সহস্রাধিক মানবাধিকার কর্মী সম্মেলনে যোগ দেন।
মানবাধিকার প্রতিষ্ঠার মাধ্যমেই সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব বিচারপতি আমীরুল কবির চৌধুরী বাংলাদেশ মানবাধিকার কমিশন চেয়ারম্যান, সুপ্রীম কোর্ট অ্যাপিলেট ডিভিশনের প্রাক্তন সিনিয়র বিচারপতি এবং জাতীয় মানবাধিকার কমিশনের প্রথম চেয়ারম্যান বিচারপতি আমীরুল কবির চৌধুরী বলেন, সকল স্তরে মানবাধিকার প্রতিষ্ঠার মাধ্যমেই সমাজে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব। তিনি বলেন, রাষ্ট্রের নীতিমালায় সামান্যটুকু ভুলত্রæটির মাধ্যমে লক্ষ মানুষের মানবাধিকার লঙ্ঘন হতে পারে, পক্ষান্তরে সুচিন্ত নীতিমালার মাধ্যমে লাখো কোটি মানুষের মানবাধিকার প্রতিষ্ঠা করা যায়। তিনি আরও বলেন, বাংলাদেশ মানবাধিকার কমিশনের কর্মীদের সমাজের পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে আসতে হবে, এছাড়া সমাজে নিগৃহীত ও নিপীড়িত মানুষকে আইনগত সহযোগিতা করে মানবাধিকার প্রতিষ্ঠায় বেগবান করা সম্ভব।