গৌরনদী
গৌরনদী রিপোটার্স ইউনিটির নির্বাচনে ১৪ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ গৌরনদী রিপোটার্স ইউনিটির ২০১৮ সনের কার্যকরী কমিটির নির্বাচনের তফসিল ঘোষনার পর মনোনয়নপত্র বিক্রির শেষ দিনে গতকাল সোমবার বিভিন্ন পদে ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছে। ঘোষিত তফসিল অনুযায়ি আগামি ২৮ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।
গৌরনদী রিপোটার্স ইউনিটির নির্বাচন ২০১৮র নির্বাচন কমিশনার ও রিপোটার্স ইউনিটির প্রধান উপদেষ্টা জহুরুল ইসলাম জহির জানান, মনোনয়নপত্র বিক্রির শেষ দিনে গতকাল সোমবার বিভিন্ন পদে ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করেন। এর মধ্যে সভাপতি পদে প্রার্থী হয়েছেন মোঃ খায়রুল ইসলাম, সহসভাপতি এস,এম, মোশারফ হোসেন, সাধারন সম্পাদক পদে বেলাল হোসেন মনোনয়ন পত্র সংগ্রহন করেন। এছাড়া সহ-সম্পাদক পদে মনোনয়নপত্র ক্রয় করেন চার জন প্রার্থী মোঃ মনিরুজ্জামান চুন্নু, এস,এম, মিজান, এইচ, এম, সুমন ও লোকমান হোসেন রাজু। কোষাধ্যক্ষ পদে মোঃ রফিকুল ইসলাম রনি ও পপলু খান, দপ্তর সম্পাদক পদে রাশেদ আহম্মেদ ও পলাশ তালুকদার. প্রচার সম্পাদক মোল্লা ফারুক হাসান মনোনয়নপত্র ক্রয় করেন। নির্বাহী সদস্য পদে আবু সাঈদ খন্দকার ও শামীম মীরসহ অন্যান্য প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন ।