প্রধান সংবাদ
বরিশালের আকাশে ডানা মেলেছে নভো এয়ারের বিমান
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ ঢাকা-বরিশাল-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেছে আরেকটি বেসরকারি যাত্রীবাহী বিমান সংস্থা নভো এয়ার। রাষ্ট্রীয় পতাকাবাহী বাংলাদেশ বিমান এবং বেসরকারি সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের পর এবার তৃতীয় ফ্লাইট সার্ভিস হিসেবে এ রুটে যাত্রী পরিবহন করছে তারা। শনিবার বরিশাল বিমানবন্দরে নভো এয়ারের ঢাকা-বরিশাল-ঢাকা রুটের বর্ণাঢ্য উদ্বোধন করা হয়। কেক কাটার মাধ্যমে ওই ফ্লাইট সার্ভিসের অনুষ্ঠানিক উদ্বোধন করেন বরিশাল-৫ (সদর) আসনের এমপি জেবুন্নেছা আফরোজ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের এমপি এ্যাড. শেখ মোঃ টিপু সুলতান। নভো এয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমানের সভাপতিত্বে বিমানবন্দর লাউঞ্জে এসময় অনুষ্ঠিত উদ্বোধনী সুধী সমাবেশে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন মুলাদীর ইউএনও আবদুল্লাহ আল মাসুদ, বরিশাল প্রেসক্লাব সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল, বরিশাল বিমানবন্দরের ব্যবস্থাপক মোঃ হানিফ গাজী, নভো এয়ারের হেড অব মার্কেটিং সোহেল মজিদ, সেলস ম্যানেজার একেএম মাহফুজুল আলম, সংস্থার বরিশাল অফিস ইনচার্জ নেওয়াজ মাহমুদ প্রমুখ। উল্লেখ্য, ঢাকা-বরিশাল-ঢাকা রুটে এটিআর ৭২-৫০০ মডেলের উড়োজাহাজ দিয়ে প্রতি সপ্তাহের শনি, রবি, মঙ্গল ও বৃহস্পতিবার ৪টি ফ্লাইট পরিচালনা করবে নভো এয়ার। এ রুটের সর্বনি¤œ ভাড়া (ইকোনমি ক্লাস) জনপ্রতি ৩ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ৬৮ আসনের উদ্বোধনী ফ্লাইটে ঢাকা থেকে আসা ৬৭ জন যাত্রী অবতরণ করে এবং উদ্বোধনী অনুষ্ঠান শেষে বরিশাল বিমানবন্দর থেকেও সমসংখ্যক ৬৭ যাত্রী নিয়ে বেলা সাড়ে ১২টার দিকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় নভো এয়ারের বিমানটি।