গৌরনদী
গৌরনদী উপজেলা বিএনপির অভিনন্দন
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরকে সদ্য সমাপ্ত কাউন্সিলে মহাসচিব নির্বাচিত করায় বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ নব-নির্বাচিত মহাসচিব মির্জা ফকরুল ইসলাম অলমগীরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক ও বরিশাল সদর উত্তর জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব আবুল হোসেন মিয়া, যুগ্ম আহবায়ক মাষ্টার গোলাম হোসেন, আলী আকবর মোল্লা, গাজী আবু বকর, মাওলানা আ.ফ,ম রশিদ দুলাল, আকতার হোসেন বাবুল, সিদ্দিকুর রহমানসহ নেতৃবৃন্দ। পাশাপাশি মির্জা ফকরুল ইসলাম আলমগীরকে মহাসচিব ঘোষনা দেওয়ার সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান নেতারা। তারা বলেন, জেল, জুলুম, হুলিয়া দিয়ে স্বেরাচার বিরোধী আন্দোলন রোধ করা যাবে না।