প্রধান সংবাদ
উজিরপুরে খাল খননের উদ্ধোধন ॥ বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার -এমপি ইউনুস
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার তাই আজ আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। কৃষিতে আরো বৈপ¬বিক পরিবর্তন ঘটাতে এবং পানি নিস্কাসন ব্যবস্থা সহজতর করতে প্রতিটি উপজেলায় ভরাট হয়ে যাওয়া বন্ধ প্রায় খালগুলিকে প্রকল্পের আওতায় এনে খনন কাজ করা হচ্ছে। উজিরপুরে ৩১ মার্চ বিকাল ৩ টায় উপজেলার শিকারপুর শেরে বাংলা ডিগ্রী কলেজ মাঠে ক্ষদ্রাকার পানিসম্পদ সেক্টরের আওতাধীন ৪টি খাল পূনঃ খনন কাজের ভিত্তি প্রস্তর উদ্ধোধন কালে প্রধান অতিথি বরিশাল ২ আসনের সংসদ সদস্য এ্যাড: তালুকদার মোঃ ইউনুস একথা বলেন। উজিরপুর উপজেলা প্রকৌশলী মোঃ ইউনুচ আলীর সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা আ’লীগের সভাপতি এস,এম জামাল হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি আঃ হাকিম সেরনিয়াবাদ, শেরে বাংলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ তৈহিদুল ইসলাম ইরান, মডেল থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম পিপিএম, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, ইউনিয়ন আ’লীগের সভাপতি আঃ রহিম মাষ্টার, সাধারন সম্পাদক নজরুল ইসলাম মাঝি, ইউনিয়ন যুবলীগ সভাপতি বাদল সরদার, কলেজ ছাত্রলীগ সভাপতি শাকিল মাহমুদ আউয়াল প্রমুখ। এ সময় প্রধান অতিথি উজিরপুর-শিকারপুর উপ-প্রকল্পের আওতায় গুপ্তের খাল, করের খাল, ঠান্ডার খাল ও শিকারপুর হরেন ডাক্তার বাড়ী সংলগ্ন খাল সহ মোট ১২.৯০ কিঃ মিঃ দৈঘ্য খালের পূনঃ খনন প্রকল্পের ভিত্তি প্রস্থরের শুভ উদ্ধোধন করেন। এতে প্রাকল্পিক ব্যয় ধরা হয়েছে ৯৫ লক্ষ ৭ হাজার ৭ শত ৫৮ টাকা । এ খালগুলি চওরায় ৫ ফুট থেকে ১০ ফুট পর্যন্ত এবং গভীরতা আধা ফুট থেকে দেড় ফুট পর্যন্ত ধরা হয়েছে। এ সময় প্রধান অতিথি আরো বলেন বর্তমান সরকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও বিদ্যুতের ক্ষেত্রে বৈপ¬বিক পবির্তন এনেছে।