গৌরনদী
গৌরনদীতে বিআরডিবির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কর্তৃক পরিচালিত অংশীদারিত্ব মূলক পল্লী উন্নয়ন প্রকল্পের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের মাসিক সমন্বয় সভা সোমবার ইউনিয়ন কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে বার্থী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান প্যাদার সভাপতিত্বে সমন্বয় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ গ্রামীণ সাংবাদিক সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব ও গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া। বিশেষ অতিথি ছিলেন বিআরডিবির ইউডিও মোঃ রুহুল আমিন। বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম, ইউপি সচিব মোফাজ্জেল হোসেন, বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সেলিম আহম্মেদ, বিশিষ্ট সমাজ সেবক দেলোয়ার হোসেন বেগ, ইউপি সদস্য বজলুর রশিদ, খায়রুল আহসান খোকন, বদরুজ্জামান খান সবুজ, খোকন হাওলাদার, খান নজরুল ইসলাম লাভলু, মামুনুর রশিদ মনু মোল্লা, গিয়াস উদ্দিন সরদার, শহীদ হোসেন, রানু বেগম, শিপ্লী আক্তার, ইউনিয়ন উদ্যোগতা সৌরভ হোসেন প্রমুখ। সভায় জনপ্রতিনিধি, সাংবাদিক, সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্টানের প্রতিনিধিসহ ৬০ জন প্রতিনিধি অংশ গ্রহন করেন।