গৌরনদী
গৌরনদীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ “মাছ চাষে গড়ব দেশ, বদলে দেবে বাংলাদেশ” এ শ্লোলগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বরিশালের গৌরনদীতে বুধবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ন্যাঢ্য র্যালী, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত করা হয়।
সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয় ও সমবায় মন্ত্রনালয়ের সংসদীয় কমিটির সভাপতি ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ (এমপি) নেতৃত্বে বর্ন্যাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্বরে শেষ হয়। উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করেন আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ (এমপি)। শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শরীফ আহম্মেদেও সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয় ও সমবায় মন্ত্রনালয়ের সংসদীয় কমিটির সভাপতি ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ (এমপি)। বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহীর অন্যতম সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌর মেয়র মোঃ হারিছুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচএম জয়নাল আবেদ্দীন, পৌর আওয়ামীলীগের সভাপতি মিয়া মনির হোসেন।