গৌরনদী
গৌরনদী অসহায় দুস্ত নারী ও শিশুদের মাঝে বস্ত্র ও খাদ্য বিতরণ
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে আর্ন্তজাতিক মানবাধিকার সংগঠন ইউনাইটেড এ্যাকশন ফর হিউম্যান রাইস (ইউএএইচআর) এর অর্থায়নে বরিশালের গৌরনদীতে শুক্রবার অসহায় দুস্ত নারী ও শিশুদের মাঝে বস্ত্র, খাদ্য ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
সংগঠনের প্রতিষ্ঠাতা আহবায়ক দিদার সরদার (হংকং), যুগ্ম আহবায়ক এমএ শোয়েব (আমেরিকা), মিজানুর রহমান (ইটালী), খন্দকার আনোয়ারুল ইসলাম (ঢাকা) ও মুরাদ খান (লেদারর্যান্ড) এর সৌজন্যে গৌরনদী প্রেসক্লাব কার্যালয়ে বস্ত্র, খাদ্য ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠান প্রেসক্লাব সভাপতি মোঃ আহছান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ অধ্যাপক আলহাজ্ব মুহাম্মদ মহিউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফিরোজ কবির, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আফজাল হোসেন, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সাংবাদিক জহুরুল ইসলাম, বিশিষ্ট চিকিৎসক ও সমাজ সেবক সমীর চাকলাদার, বাংলাদেশ গ্রামীণ সাংবাদিক সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব মোঃ গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, সাধারন সম্পাদক এসএম জুলফিকার, বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিম আহম্মেদ, বাংলাদেশ বেতার শিপ্লী মোঃ ফিরোজ মিয়া, আমিন মোল্লা। শেষে শতাধিক অসহায় দুস্ত নারী ও শিশুদের মাঝে বস্ত্র, খাদ্য ও নগদ অর্থ বিতরণ করা হয়।