গৌরনদী
গৌরনদীতে আওয়ামীলীগের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ গৌরনদী উপজেলা -পৌর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গতকাল বুধবার বিকেলে গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা আ’লীগের সভপতি এইচএম জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য তালুকদার মো: ইউনুস এম পি। গৌরনদী পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান, আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম মুর্তজা, উপজেলা ইউএনও (ভারপ্রাপ্ত) মো: শরিফ আহাম্মেদ, এস পি সার্কেল রেজাউল করিম, মডেল থানার ওসি মো: ফিরোজ কবির, ভাইস চেয়ারম্যান মো: জসিম উদ্দিন, আগৈলঝাড়া উপজেলা সাবেক সাধারন সম্পাদক মো: আ: রইচ শেরনিয়াবাত, গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) আফজাল হোসেন, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক কবির হোসেন খান, উপ-পরিদর্শক মো: ছগির হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি আনিচুর রহমান, পৌর যুবলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর আতিকুর রহমান শামীম, সাধারন সম্পাদক আল-আমিন হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের ইসলাম সান্টু, সাঃ সম্পাদক লুতফর রহমান দিপ, কলেজ ছাত্র সংসদের ভিপি সুমন মাহমুদ, জিএস জাহিদ হোসেন, কলেজ ছাত্রলীগের সভাপতি সুজন হাওলাদার, সাধারন সম্পাদক রাতুল শরীফ, পৌর সভাপতি মিলন খলিফা, সাধারন সম্পাদক প্রিন্স রোনাল্ড হালদার প্রমুখ। এ ছাড়া আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যান ও পৌর কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে দেশের শান্তি সমৃদ্ধ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালানা করেন গৌরনদী সাবরেজিষ্টার জামে মসজিদের ইমাম মাওলানা মো: আ:হাকিম।